উপকূল দিয়ে এনে শহরে সরবরাহকালে দেশীয় তৈরি দুটি এলজি, ৫ রাউন্ড কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার সদর থানার খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ছনখোলা বাজার রোড-সাম্পানঘাট জাহাঙ্গীর কাশেমের মাছের প্রজেক্টের সম্মুখে দাঁড়িয়ে থাকা সিএনজি তল্লাশি করে অস্ত্রসহ এ দুজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
গ্রেফতাররা হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লিংক রোড মুহুরী পাড়ার বাসিন্দা বজল কবিরের ছেলে সিএনজি চালক আব্দুর রহিম ইলিয়াস (৩৮) এবং একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ ওসমান (৫৪)।
এসপি জানান, গোপন খবরে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা জানতে পারে খুরুশকুল কক্সবাজার শহরে আগ্নেয়াস্ত্র ঢুকছে। এ খবরে জেলা গোয়েন্দা শাখার ওসি জাহাঙ্গীর আলম, পরিদর্শক প্রতুল কুমার শীল, উপ-পরিদর্শক সমীরের নেতৃত্বে কুলিয়াপাড়ার সাম্পান ঘাট জাহাঙ্গীর কাশেমের প্রজেক্টের মুখ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা টিম। সেখানে দাঁড়ানো সিএনজির চালক আবু রহিম ইলিয়াসকে (৩৮) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সিএনজিতে বিশেষ কায়দায় রাখা দুটি অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়। সরবরাহের স্থান ও ব্যক্তি হিসাবে মো. ওসমানের নাম বলায় লিংক রোড থেকে ওসমানকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস