কক্সবাজারের চকরিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) দিনগত গভীর রাতে ভেওলা মানিকচর ইউনিয়নের ছৈইন্ন্যারমার ঘোনা এলাকায় ওই কারখানায় অভিযান চালানো হয়।
এসময় একটি অস্ত্রের অংশবিশেষ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। আটক হন এক কারিগর।
বুধবার (৪ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
আটক নুরুল আলম (৬০) ওই ইউনিয়নের ভৈরাম ঘোনার একটিক্কাপাড়ার বাসিন্দা।
ওসি জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে, ছৈইন্ন্যারমার ঘোনার একটি বাড়িতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় নুরুলকে হাতেনাতে আটক করা হয়। এসময় সেখান থেকে অস্ত্রের অংশবিশেষ, কাঠের বাঁটসহ বডি, ব্যারেল, রাইফেলের গুলির খোসা, শটগানের কার্তুজ, কার্তুজের খোসা, ফায়ারিং পিন, অস্ত্র তৈরির যন্ত্রপাতিসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি আরও জানান, কারখানায় লোহার পাত কেটে ও অন্যান্য সরঞ্জাম দিয়ে দেশীয় অস্ত্র তৈরি করা হতো। এ ঘটনায় আর কারা কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা চলমান।
সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস