কক্সবাজারে আবাসিক হোটেলে অভিযান, ৪৮ তরুণ-তরুণী আটক

3 months ago 54

কক্সবাজার শহরের কলাতলির লাইট হাউজ পয়েন্টে ‘কটেজ জোন’ এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণী রয়েছেন।

শনিবার (১৪ জুন) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, দীর্ঘদিন ধরে লাইট হাউজ এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ ছিল। অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ৪৮ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি ও যৌনকর্মীদের একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ও পর্যটক চলাচলও অনিরাপদ। এমনকি সৈকতের আশপাশে পর্যটকদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

কক্সবাজার হোটেল ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, কটেজ জোনের এসব কার্যকলাপের কারণে দীর্ঘদিন ধরে পর্যটকদের হয়রানি বেড়ে গিয়েছিল। পুলিশি অভিযানে প্রকৃত ব্যবসায়ীরা সন্তুষ্ট।

পুলিশ জানিয়েছে, আটকদের সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

Read Entire Article