কক্সবাজারে ইউপি সদস্যকে অপহরণের পর হত্যা

2 months ago 7

কক্সবাজারের উখিয়াতে এক ইউপি সদস্যকে অপহরণের পর হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জালিয়াপালং মনখালির একটি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কামাল হোসেন (৪৮) উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ও মনখালি গ্রামের মৃত সিদ্দিক আহমেদের ছেলে। এছাড়া তিনি উখিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

নিহতের বড় ভাই জয়নাল আহমেদ বলেন, আমার ভাই কামাল হোসেন সোমবার (৭ জুলাই) রাতে মনখালি গ্রামের শফিউল্লাহ ডাক্তারের কাছে থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। পথে তাকে দুর্বৃত্তরা অপহরণ করে। পরে হত্যা করে পার্শ্ববর্তী একটি খালে ফেলে দেয়। তার ঘাড় ভাঙা ও শরীরে মারধরের আঘাত রয়েছে।

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা এর আগেও আমার আরও দুই ভাই জিয়া উদ্দিন ও জসিম উদ্দিনকে হত্যা করেছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, মনখালি একটি খাল থেকে কামাল মেম্বারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এমএস

Read Entire Article