কক্সবাজারে গুলিতে যুবক নিহত, অস্ত্রসহ গ্রেফতার ২

1 day ago 5

কক্সবাজারের রামুতে গরু চোরাচালানকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মুহাম্মদ নবী (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপিতের ঘোনা চৌধুরী খামার সংলগ্ন বালু পাহাড়স্থ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত মোহাম্মদ নবী রামুর কাউয়ারখোপ পশ্চিম গনিয়াকাটা এলাকার মৃত আলী আকবরের ছেলে। এ ঘটনায় গ্রেফতাররা হলেন, একই এলাকার মো. হানিফ (৩৫) ও আজিজুল ইসলাম সানি (২৮)। তারা দুজনেই নিহত নবীর নিকটাত্মীয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ঈদের দিন সন্ধ্যার আগে রামুর কাউয়ারকোপের নাপিতের ঘোনা চৌধুরী খামার সংলগ্ন বালু পাহাড়স্থ এলাকায় প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ নবী নিহত হন। ঘটনাস্থলে উপস্থিত ভুক্তভোগীর ছেলে রেদুয়ান ও তার স্ত্রীসহ প্রত্যক্ষদর্শীদের মতে, গরু ব্যবসার টাকা ও পূর্বের পারিবারিক জমির বিরোধ নিয়ে নবীর চাচাতো ভাই হানিফ ও আজিজুল ইসলাম সানিসহ অন্যান্যদের সঙ্গে ঘটনার আগে কথা কাটাকাটি ও মারামারি হয়। মারামারির একপর্যায়ে হানিফ তার কোমরে থাকা দেশীয় এলজি দিয়ে নবীকে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে নবী ঘটনাস্থলে পড়ে যান। পরে আজিজুল ইসলাম সানিও তার হাতে থাকা অপর এলজি দিয়ে গুলি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তারা ব্যবহৃত অস্ত্র দুটি ঘটনাস্থলের পাশে ফেলে কৌশলে পালিয়ে যান। মারামারিতে তারাও আহত হন।

চিকিৎসার জন্য তাদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওসি আরও জানান, ঘটনায় ব্যবহৃত অস্ত্র সর্ম্পকে জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রদুটি তাদের হেফাজতে ছিল ও জব্দকৃত অস্ত্রদ্বারা নবীকে গুলি করা হয় বলে স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তি প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হানিফ এবং আজিজুল হক সানির বিরুদ্ধে রামু থানায় অস্ত্র আইনে একটি ও নবীকে খুনের ঘটনায় একটি হত্যা মামলা হয়।

সূত্র মতে, মিয়ানমারে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত শুরুর পর থেকে সীমান্ত অতিক্রম করে চোরাই গরু প্রবেশ বেড়েছে। রামুর গর্জনীয়া, কচ্ছপিয়া ও বান্দরবানের নাইক্যংছড়ি সীমান্ত প্রচুর গরু ঢুকছে।

ঈদের দিন কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় সীমান্ত ফাঁকি দিয়ে আনা সাইফুল ইসলাম সুজনের চোরাই গরু টানাকে কেন্দ্র করে স্থানীয় মো. হানিফদের সঙ্গে হামিদ-জামাল গ্রুপের বিরোধ হয়। এসময় পশ্চিম গণিয়াকাটার নবীসহ আরও কয়েকজন বিরোধ মীমাংসার জন্য ঘটনাস্থলে যান। সেখানে হঠাৎ ক্ষিপ্ত হওয়া হানিফদের গুলিতে নবী খুন হন।

পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে পুলিশ। হত্যার বিষয় জেনে ২৪ ঘণ্টার মাথায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্রও। সবার সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সফল হবে পুলিশ।

সায়ীদ আলমগীর/এমএন/জেআইএম

Read Entire Article