কক্সবাজারে ঘুরতে গেলে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

1 month ago 6

কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে গেলে কিছু বিষয়ে খেয়াল রাখা খুবই জরুরি। বর্ষাকালে এই সতর্কতা অবশ্যই জরুরি। এ ছাড়া ভিড় এড়াতে ছুটির দিন বা বিশেষ মৌসুম বাদ দিতে পারলে ভালো হয়। হোটেল, বাস বা বিমানের টিকিট আগে থেকে সংগ্রহ করে রাখা উত্তম।

তাহলে আসুন জেনে নিই, কক্সবাজারে ঘুরতে গেলে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে। বিষয়গুলো মনে রাখলে আপনার কক্সবাজার ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ হবে।

ভ্রমণের সময়

যে কোনো সরকারি ছুটি, উৎসব বা স্কুল-কলেজের ছুটির সময় কক্সবাজার ভ্রমণে গেলে অনেক ভিড় হয়। তাই এ সময়গুলো এড়িয়ে যাওয়া ভালো। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত কক্সবাজার ভ্রমণের জন্য উপযুক্ত সময়। এ সময় আবহাওয়া সাধারণত মনোরম থাকে।

হোটেল বুকিং

পিক সিজনে ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে থেকেই হোটেল বুক করে রাখা বুদ্ধিমানের কাজ। তা না হলে স্পটে গিয়ে হোটেল পেতে খুবই ঝামেলা পোহাতে হতে পারে।

আরও পড়ুন

পরিবহন

ঢাকা থেকে কক্সবাজার সড়ক, রেল ও আকাশপথে যাওয়া যায়। তাই যাতায়াতের টিকিট আগে থেকে কেটে রাখলে ভালো হয়।

নিরাপত্তা

সমুদ্রসৈকতে একা ঘোরাঘুরি করা উচিত নয়। বর্ষাকালে বেশি পানিতে নামা ঠিক নয়। রাত বেশি হয়ে গেলে সৈকতে অবস্থান না করাই ভালো। এ ছাড়া যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সাহায্য ও পরামর্শ নিতে পারেন। মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখবেন। জরুরি অবস্থার জন্য কিছু শুকনো খাবার ও পানীয় সাথে রাখতে পারেন।

পরিবেশ

সমুদ্রসৈকতে ময়লা ফেলবেন না। ডাস্টবিন ব্যবহার করবেন। প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে।

রীতিনীতি

স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলবেন। দরদাম করে জিনিসপত্র কিনবেন। সেখানকার স্থানীয় খাবার চেখে দেখবেন। জরুরি অবস্থার জন্য কিছু টাকা বেশি রাখবেন।

এসইউ/এমএস

Read Entire Article