রাসেল ইব্রাহীমের ‘বোবাদের এই দেশে’ পাওয়া যাবে বইমেলায়

10 hours ago 5

রাসেল ইব্রাহীম বর্তমান সময়ের একজন প্রতিশ্রুতিশীল লেখক। ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করে যাচ্ছেন। গান, কবিতা কিংবা কলাম লেখা এখন তার ভালো লাগায় পরিণত হয়েছে।

জানা যায়, ২০২৬ সালের বইমেলায় প্রিয় বাংলা প্রকাশনী থেকে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‌‘বোবাদের এই দেশে’ প্রকাশিত হবে।

জানতে চাইলে কবি রাসেল ইব্রাহীম বলেন, শিক্ষকতা আমার পেশা, লেখালেখি আমার নেশা। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক কিংবা কর্মক্ষেত্রে আমরা হরহামেশাই অন্যায়-অত্যাচার দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করি, প্রতিবাদ করার সাহস থাকে না।তখন মনে হয় – আমি বোবা, আপনি বোবা; আমরা সবাই বোবা। আর চলার পথের এই বাস্তবতাকে কেন্দ্র করেই বিভিন্ন সময়ে লেখা অণু কবিতা, গদ্য কবিতা, গীতিকবিতা কিংবা ছন্দবদ্ধ কবিতার সংমিশ্রণে এই কবিতার বই।প্রত্যাশা করি, কেউ বই কিনে আফসোস করবে না।

রাসেল ইব্রাহীমের লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আমার একটা তুমি ছিল, আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল, মীরজাফরের বংশধর, একটা চাকরি চাই ইত্যাদি। তাছাড়া তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে– তুমি অপরা, প্রেম বিদ্যা এবং চমৎকার পদার্থবিজ্ঞান।

এমআরএম/এএসএম

Read Entire Article