কক্সবাজার জেলা যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) রাতের বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- কক্সবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নুরপাড়ার মোহাম্মদ কায়সারের ছেলে আনোয়ার শাকিল (২৪), ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়ার মমিনুল হকের ছেলে ও কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ হোসাইন (২৭) এবং কক্সবাজার শহর এক নম্বর ওয়ার্ডের মৃত মঞ্জুর আলমের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে যুবলীগের ব্যানারে অবৈধ ঝটিকা মিছিল করার ঘটনায় মঙ্গলবার রাতে পৃথক পৃথক অভিযান চালায় পুলিশের একাধিক দল। অভিযানে রাত পৌনে ১২টার দিকে আনোয়ার শাকিল ও শরীফ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও বলেন, অন্যদিকে আরেকটি অভিযানে কক্সবাজার শহরের ওয়ার্ড থেকে যুবলীগ নেতা আনিসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিনজনকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝটিকা মিছিলের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

6 months ago
83









English (US) ·