কক্সবাজারে সমুদ্রে নেমে পানিতে তলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।
কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪ জন শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ৩ জন হিমছড়ি বিচে নামেন। এক পর্যায়ে তলিয়ে যান তারা। পরে একজনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি ২ জন নিখোঁজ রয়েছেন।
চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের চারজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। আমরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের পরিবারকে জানানো হয়েছে। আমরা কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশে বেরিয়েছি।
সোহেল রানা/এফএ/জেআইএম