‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ ভিডিওর জন্য এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমন

3 hours ago 2

কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী গ্রামের সৌন্দর্যকে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ হিসেবে তুলে ধরার জন্য ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমন। তার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় মনখালী এখন দেশের অন্যতম পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর গুলশানে লেকশোর হাইটস অডিটরিয়ামে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজিত অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, জিটিভির হেড অব মার্কেটিং ফেরদৌস নাঈম পরাগসহ অন্যরা।

ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা এবং সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

ইমন বলেন, কক্সবাজারের মনখালী গ্রামটি সত্যিই অসাধারণ সুন্দর; যা সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দের্যের থেকে কোনো অংশেই কম নয়। পাটুয়ারটেক থেকে মাত্র ১০ মিনিটের পথেই এটি অবস্থিত এবং এখানে গেলে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করবে।

ইমন দৈনিক ভোরের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) -এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।

ডিজিটাল মিডিয়া ফোরাম আয়োজিত দ্বিতীয় আসরে সেরা অনুসন্ধানী প্রতিবেদন, সেরা বিজনেস রিপোর্টিং, সেরা ফিচার, বিনোদন, ক্রীড়া, মফস্বল সাংবাদিকতা, প্রবাস সাংবাদিকতা, আলোচিত সংবাদ- (প্রিন্ট, টিভি, অনলাইন) মোট ২৬টি ক্যাটাগরিতে এবং জুরি স্পেশাল অ্যাওয়ার্ডসহ মোট ৫০ জনকে এবারের ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Read Entire Article