কচ্ছপসহ নারী পাচারকারী আটক, অতঃপর...
পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপসহ নারী পাচারকারী তাপসী রানীকে (৪৫) আটক করেছে বন বিভাগ। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পটুয়াখালী-গলাচিপা সড়কের সুহরি ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আটক তাপসী রানী রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের সবুজ দাসের স্ত্রী।
বনবিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রাণী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে তিনি ২৬টি কচ্ছপ নিয়ে খুলনায় যাচ্ছিলেন। উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি এবং ১৭টি ধূর প্রজাতির কচ্ছপ রয়েছে। বনবিভাগের বোটম্যান মো. নাঈম হোসেন খান নেতৃত্বে অভিযানে তাকে আটক করা হয়।
গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা কালবেলাকে বলেন, এ ধরনের পাচারচক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে।