কত টাকার মালিক আল্লু অর্জুন (ভিডিও)

2 months ago 32
পুষ্পা সিনেমার পর সাফল্যের চূড়ায় বসে আছেন ভারতের দক্ষিণী ‘স্টাইলিশ হিরো’ আল্লু অর্জুন। নায়কের ফ্যাশন ও লুক নিয়ে আলোচনায় থাকেন তিনি। এই নায়ককে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। অনেকেই জানতে চান এই সুপারস্টার ঠিক কত টাকার মালিক। শুরুতে অ্যানিমেটর ও ডিজাইনার হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রির যাত্রা শুরু করেন আল্লু। বেতন নিতেন মোটে সাড়ে তিন হাজার রুপি। এরপর শুরু করেন চলচ্চিত্রে অভিনয়। একের পর এক হিট সিনেমা দিয়ে ভক্তদের মনে জায়গা করে নেন এই অভিনেতা। যেমন কুড়িয়েছেন যশ-খ্যাতি, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন এই তারকা। ভারতীয় হার জিন্দেগি ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যায়, হায়দরাবাদে যৌথভাবে একটি হেলথকেয়ার প্রতিষ্ঠা করেছেন আল্লু। সেখানে তার একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। এ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। বাড়িটির মূল্য ১০০ কোটি রুপি। বিনিয়োগ করেছেন মুম্বাইয়ে রিয়েল এস্টেট কোম্পানিতেও। ২০১৫ সালে হায়দরাবাদেই আরও একটি দুই বেডরুমের ফ্ল্যাটও কিনেন তিনি। তাছাড়াও আল্লুর রয়েছে বিলাসবহুল গাড়ি, ভ্যানিটি ভ্যান, ব্যক্তিগত জেটও। তার মোট সম্পদের পরিমাণ ৪৬০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৬৫১ কোটি ৩৮ লাখ টাকার মতো। ‘আল্লু স্টুডিও’ নামে নায়কের রয়েছে একটি প্রোডাকশন হাউস, যা থেকে আয় হয় মোটা অঙ্কের টাকা। এমনকি গত বছর মাল্টিপ্লেক্স চালু করেছেন এই অভিনেতা। ভারতীয় আরেক গণমাধ্যমের তথ্য অনুসারে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা আল্লু অর্জুন। ‘পুষ্পা টু’ সিনেমার জন্য প্রায় ৩০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। আল্লু শুধু সিনেমা থেকেই আয় করেন এমনটি নয়। বিজ্ঞাপন থেকেও বেশ টাকা আয় করেছেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনেক বিজ্ঞাপনের মডেল হয়েছেন আল্লু। প্রতিটি বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৬-৭ কোটি রুপি। শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রাখেন আল্লু। ১৯৮৫ ও ১৯৮৬ সালে দক্ষিণের দুটো সিনেমায় দেখা যায় তাকে। ২০০১ সালে তেলেগু ভাষার ‘ড্যাডি’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ২০০৩ সালে তেলেগু ভাষার ‘গঙ্গোত্রী’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। মূলত, এটিকে আল্লু অর্জুনের অভিষেক চলচ্চিত্র ধরা হয়। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এরপর একটি সিনেমাই যেন আল্লুর ক্যারিয়ারের মোড় ঘুড়িয়ে দেয়। ২০০৪ সালে তেলেগু ভাষার ‘আরিয়া’ সিনেমা দিয়ে রাতারাতি স্টার বনে যান আল্লু। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়ান তিনি। ৪ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে প্রায় ৩০ কোটি রুপি। তবে পরের বছরে মুক্তি পাওয়া ‘বানি’ সিনেমা তেমন সাড়া ফেলতে পারেনি। একে একে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন আল্লু। তবে আল্লু অর্জুনের সবচেয়ে বেশি সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা’। এখন ‘পুষ্পা টু’ সিনেমার জন্য মুখিয়ে আছেন তার কোটি ভক্ত-অনুরাগী। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই অভিনেতা।
Read Entire Article