কত সম্পদের মালিক টেইলর-কেলসে?

7 hours ago 3
দুই বছর প্রেমের পর অবশেষে বাগদান সারলেন মার্কিন পপ সেনসেশন টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। গত ২৬ আগস্ট রাতের ইনস্টাগ্রাম পোস্টে একসঙ্গে ছবি শেয়ার করে যুগল জানালেন, তারা এখন আনুষ্ঠানিকভাবে একে অপরের। আর সেখানেই ধরা দিল সেই মুহূর্ত, যখন হাঁটু গেড়ে প্রিয়তমাকে হীরার আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন কেলসে। আর সেই হীরার আংটিটি নিয়েই এখন তোলপাড় ভক্তদের মধ্যে। আর্টিফেক্স ফাইন জুয়েলারি থেকে কেনা আংটির দাম তাদের ওয়েবসাইটে সর্বোচ্চ ২৯ হাজার ডলার হলেও বিশেষজ্ঞদের মতে, কেলসের কাস্টম কমিশন করা এ আংটির প্রকৃত মূল্য হতে পারে প্রায় ১ মিলিয়ন ডলার। তবে এখন প্রশ্ন কত সম্পদের মালিক টেইলর ও কেলসে? চলুন জেনে নিই। টেইলর সুইফট নিজেই বিশ্বের অন্যতম ধনী নারী সংগীত শিল্পী। ২০২৩ সালে বিয়ন্সে, রিয়ানাকে ছাড়িয়ে যান তিনি। ‘দ্য ইরাস ট্যুর’-এ অভাবনীয় সাফল্যের পর তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.৬ বিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা কনসার্ট ট্যুর। ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী সুইফট সংগীতের পাশাপাশি ১২০ মিলিয়ন ডলারের রিয়েল এস্টেটের মালিক। যার মধ্যে রয়েছে—রোড আইল্যান্ডে অবস্থিত একটি প্রাসাদ। এর মূল্য ১৭ মিলিয়ন ডলার। তা ছাড়া তার নিজের ২৩ মিলিয়ন ডলার মূল্যের একটি প্রাইভেট জেট রয়েছে। অন্যদিকে কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। আমেরিকান ফুটবল ক্যারিয়ারে কেলসে যে সম্পদের মালিক হয়েছেন, তা টেইলর সুইফটের ধারেকাছেও নেই। ১২ বছর ধরে কানসাস সিটি চিফস দলে খেলা এই সুপার বোল চ্যাম্পিয়নের সম্পদ ৭০ মিলিয়ন ডলার। ২০২৫ সালের এনএফএল সিজনে খেলার পাশাপাশি, তার অফ-ফিল্ড আয় ৮০ মিলিয়ন ডলার, যার মধ্যে রয়েছে ভাই জেসনের সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের পডকাস্ট চুক্তি। এই হবু দম্পতির সম্মিলিত মোট সম্পদ ১.৬৭ বিলিয়ন ডলার। যার মধ্যে শুধু সুইফটের সম্পদ ১.৬ বিলিয়ন ডলার। প্রেম, সাফল্য আর বিলাসিতার অনন্য মিশেলে গড়া এ জুটিকে ঘিরে বিশ্বজুড়ে এখন উন্মাদনা তুঙ্গে। টেইলর সুইফটের অতীত প্রেমের গল্পগুলো ভক্তরা জানলেও, ট্র্যাভিস কেলসের সঙ্গে তার এই অধ্যায়ই হতে চলেছে জীবনের সবচেয়ে রূপকথার মতো এক প্রেমগাথা।
Read Entire Article