রাজধানী ঢাকার একটি চুরির মামলায় আওয়ামী লীগের এক পদবিহীন নেতাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার গাড়িচালককেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) রাতে গৌরনদী মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার খ্রিস্টানপাড়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা পল্লবী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই আ.লীগ নেতার নাম সিকদার সফিকুর রহমান ওরফে রেজাউল সিকদার। তিনি গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড টরকী বন্দর এলাকার বাসিন্দা। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী ছিলেন।
ঢাকার পল্লবী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জয় দাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদ্বয় মিরপুর এলাকার ডিএসএস লিং অফিসে কেয়ারটেকারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে অফিসের কম্পিউটার, লেপটপ ও ব্রিফকেসের মধ্যে রক্ষিত মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কোম্পানির ম্যানেজার নাছিমা বেগম বাদী হয়ে সিকদার সফিকুর রহমান ওরফে রেজাউল সিকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক জুয়েল হাওলাদারকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গৌরনদী থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান কালবেলাকে জানান, ঢাকার একটি মামলা রেজাউল সিকদার ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। তাদের ঢাকায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত রেজাউলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ও অভিযোগ রয়েছে।