ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

2 hours ago 2

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান কালবেলাকে জানান, যমুনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহের তারাকান্দা যাচ্ছিল। ট্রেনটি রাজেন্দ্রপুর রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের একটি বগিটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর জয়দেবপুর ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের বগিটি লাইনে তোলার চেষ্টা করছে। ঘণ্টা খানেকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Read Entire Article