কথা দিয়ে যাচ্ছি চোর ধরা পড়লে রক্ষা নাই: উপদেষ্টা সাখাওয়াত

1 month ago 27

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগে বাজার থেকে চুরি-চামারি হয়েছে। আমার হাতে যদি কেউ ধরা পড়ে, ১০০ টাকাও যদি ঘুস খায়, তাহলে আমি চেষ্টা করবো চাকরি যেন না থাকে। আমি কথা দিয়ে যাচ্ছি, চোর ধরা পড়লে রক্ষা নাই।

তিনি বলেন, বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান পৌনে পাঁচশ’ কোটি টাকা ঋণ ফেরত দিয়েছে এটি বড় কথা। এটা সম্ভব হয়েছে আপনাদের (শেয়ারহোল্ডার) জন্য।

রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৭তম বার্ষিক সাধারণ সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

উপদেষ্টা বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বিএসসির জাহাজের বহর আরও বড় করার চেষ্টা করছি। বিএসসির নিজস্ব টাকায় অন দ্য স্পট দুটি জাহাজ কিনতে যাচ্ছি, যেগুলো হবে বাল্ক ক্যারিয়ার। বিএসসির এমডি প্রতিদিন খবর দিচ্ছেন, কোথায় কোথায় জাহাজ পাওয়া যাচ্ছে। আমরা পাঁচ বছরের নিচে কোনো জাহাজ কিনবো না। এরই মধ্যে দুটি জাপানি জাহাজের খবর পাওয়া গেছে, নিশ্চয় ভালো হবে। ইনশাআল্লাহ আমরা ভালো জাহাজ কিনবো।

তিনি বলেন, বিএসসি শেয়ারবাজারের দুর্দিনে ভালো লভ্যাংশ দিয়েছে। কোনো কোম্পানি এত লভ্যাংশ দিতে পারছে না। এটা সম্ভব হয়েছে শেয়ারহোল্ডারদের কারণে। বিএসসির বহরে বর্তমানে পাঁচটি জাহাজ আছে। আশাকরি, আগামী বছর লভ্যাংশ আরও বাড়বে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, বিএসসি রাষ্ট্রীয় সংস্থা। এ সংস্থাকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে চাই আমরা। ২০২৩-২৪ অর্থবছরে বিএসসি ৫৯৬ কোটি ১৯ লাখ টাকা আয় করেছে, ৩১১ কোটি ৬০ লাখ টাকা খরচ হয়েছে। নিট মুনাফা হয়েছে ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা। যা ইতিহাসের সর্বোচ্চ। সরকারি ঋণের ৪৭৫ কোটি টাকা পরিশোধ করেছি। আগের বছরের মত ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এমডিআইএইচ/বিএ

Read Entire Article