কথায় কথায় গুলি ছোড়া চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ‘সেকেন্ড ইন কমান্ড’ বোরহানকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের চান্দগাঁও থানার আরকান সড়কের বাহির সিগন্যাল এলাকার ফোরএইচ গ্রুপের একটি কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বোরহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শিগগির সাজ্জাদ ধরা পড়বে বলে আশা নগর পুলিশের।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড বোরহানকে নগরীর বাহির সিগন্যাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি, শিগগির ছোট সাজ্জাদকেও ধরতে পারবো। অভিযান চলছে।’
প্রসঙ্গত, সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি একের পর খুন করলেও পুলিশ তাকে ধরতে পারছে না। গত বছরের ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যান সাজ্জাদ। গুলিতে পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হয়েছিলেন।
এর আগে ২১ সেপ্টেম্বর নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে (২৭) গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। তারও আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার কালারপুল এলাকায় শটগান হাতে সাজ্জাদ হোসেনসহ আরও দুজন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এরপর ওই ভবন মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এর মাত্র ২০ দিন আগে ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন–কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ খুন হয়। এই চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ঘটনার দুই মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়।
এমডিআইএইচ/এমএএইচ/এমএস