কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ৪ বছর পর ওসির বিরুদ্ধে মামলা

2 weeks ago 5

সিলেটের জকিগঞ্জে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন মুন্না নিহতের চার বছর পর আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জকিগঞ্জ থানার আলোচিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসেরকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত আনোয়ার হোসেন মুন্নার মা রুবি বেগম।

মামলার অন্য দুই আসামি হলেন- উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের সাবেক সদস্য সুলতানপুর গ্রামের পংকি মিয়ার ছেলে তাজ উদ্দিন তাজন ও আলমনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে জামাল আহমদ।

জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী কাওছার রশিদ বাহার মামলার বিষয়টি নিশ্চিত করেন।

২০২০ সালের ২ আগস্ট দুপুরে আনোয়ার হোসেন মুন্নাকে তুলে নিয়ে রাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের মা রুবি বেগম।

সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ছিদ্দেক আলীর স্ত্রী রুবি বেগম অভিযোগ করেন, তার স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে আনোয়ার হোসেন মুন্না পরিবারের হাল ধরে। একপর্যায়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী তাজন উদ্দিনের কুপরামর্শে মাদক ব্যবসার বাহক হিসেবে জড়িয়ে পড়ে মুন্না। ২০২০ সালে মাদক বহনের কাজ ছেড়ে দিতে চাইলে তার ওপর ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ীরা। জকিগঞ্জ থানার ওসি ও মাদক ব্যবসায়ীরা তার ছেলেকে হত্যার পরিকল্পনা করে। ২০২০ সালের ২ আগস্ট দুপুরে মুন্নাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ওইদিন রাতে অজরপাড়া গ্রামে নিয়ে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয় মুন্নাকে।

বাদী পক্ষের আইনজীবী কাওছার রশিদ বাহার জানান, আদালত মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আহমেদ জামিল/এএইচ/জিকেএস

Read Entire Article