কদমতলীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

2 months ago 36

রাজধানী কদমতলীর শ্যামপুর জুরাইন পোস্তাগোলা এলাকায় একটি বাসা থেকে রবি উল্লা রবি (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে মৃত ঘোষণা করে।

কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, আমরা ৯৯৯ খবর পেয়ে শ্যামপুরে পোস্তগোলার একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি রবি উল্লা ব্যবসা করতেন। অনেক ঋণ হওয়া কারণে হতাশাগ্রস্থ হয়ে মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী আল-আমিন/এমআইএইচএস

Read Entire Article