কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সাবিলার গ্লোয়িং সন্ধ্যা

3 hours ago 8

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেলো Glow & Beyond by Glow & Lovely. মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অনুষ্ঠানে গ্লো অ্যান্ড লাভলির নতুন ইনোভেশন গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচন করা হয়। এতে ফারহানা বিথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন, ইশরাত জাহিনসহ দেশের জনপ্রিয় প্রায় ৪০ জন নারী ইনফ্লুয়েন্সারদের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে গ্লো অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর উপস্থিত ছিলেন, আর উপস্থাপক হিসেবে ছিলেন সারাহ আলম। 

শুরু থেকেই গ্লো অ্যান্ড লাভলি সব নারীদের আস্থা অর্জন করে নিয়েছে। গ্লো অ্যান্ড লাভলি সবসময়ই নারীদের সঙ্গে থেকে তাদের কথা বলে। সৌন্দর্য রক্ষায় এ ব্র্যান্ডটি প্রতি বছরই নতুন নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট নারীদের উপহার দিয়ে আসছে। গ্লো অ্যান্ড লাভলি নারীদের স্কিন কেয়ারের সঙ্গে আলট্রা ব্রাইট গ্লোর কথা মাথায় রেখেই প্রথমবারের মতো এনেছে গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরাম। স্কিন কেয়ারের বিশেষ উপাদান নায়াসিনামাইডের সঙ্গে এ সিরাম দিবে ৪ গুণ বেশি গ্লো, মানে ‘আলট্রা ব্রাইট গ্লো’।   

বিকেল ৩টার পর থেকেই অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের আড্ডা জমে ওঠে। তাদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন সাবিলা নূর ও সারাহ আলম। গ্লো অ্যান্ড লাভলির শুরুর দিকের গল্প, নারীদের পাশে থাকার গল্প ও  ইনফ্লুয়েন্সারদের সঙ্গে স্কিন কেয়ার এনগেজমেন্টের মধ্য দিয়ে গ্লো অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর  সবার মাঝে অ্যানাউন্স করেন নতুন প্রোডাক্ট গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরামের নাম।

স্কিন কেয়ারের এ নতুন প্রোডাক্টির নাম ঘোষণার পর থেকেই ইনফ্লুয়েন্সারদের মাঝে গুঞ্জন তৈরি হয়। অনুষ্ঠানে প্রোডাক্ট রিভিলের পর থেকেই ইনফ্লুয়েন্সাররা এটির উপাদান নিয়ে কথা বলতে থাকেন এবং বিভিন্ন কন্টেন্ট বানাতে শুরু করেন। সেই সঙ্গে এ ইভেন্টের প্রোডাক্ট টেস্টিং বুথে ইনফ্লুয়েন্সাররা সিরাম টেস্ট করে রিভিউ কন্টেন্টও তৈরি করেন। ক্যামেরার ফ্ল্যাশ,মিউজিক ও আড্ডায় জমে উঠেছিলো Glow & Beyond by Glow & Lovely-র সন্ধ্যা। সাবিলা নূর প্রোগ্রামে আসা ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের মতামত জানতে চান। সেই সঙ্গে ট্রেন্ডসেটার ইনফ্লুয়েন্সারদের স্কিন কেয়ার কন্টেন্ট নিয়ে সামনের দিনগুলোর প্ল্যান সম্পর্কে জানতে চান। তাদের সঙ্গে আরও কিছুক্ষণ গল্প ও একসঙ্গে ডিনার শেষে সবার সঙ্গে গ্রুপ ছবি তুলে ইভেন্টের ইতি টানেন। গ্লো গার্লদের একসঙ্গে এক ছাদের নিচে দেখে সাবিলা নূর বলেন, ‘তারাই সামনের দিনের ট্রেন্ডসেটার। এ ব্যাপারটা ভীষণ উৎসাহিত করেছে আমাকে।’ 

নতুন এ প্রোডাক্টটি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘স্কিন কেয়ারে সিরাম এখন অন্যতম উপাদান। তাই স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে আরও একধাপ এগিয়ে গেলো গ্লো অ্যান্ড লাভলি। যেহেতু সিরাম সবার পক্ষে সবসময় ইউজ করা সম্ভব হয়ে ওঠে না, তাই গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং সিরাম সবার হাতের নাগালের মধ্যে এনে সবাইকে চমকে দেয়ার জন্য ধন্যবাদ গ্লো অ্যান্ড লাভলিকে’। 

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, ‘এ ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হবার অন্যতম উদ্দেশ্য হলো এটি সবসময় নারীদের কথা বলে। নারীদের চাহিদা ও স্বপ্নের কথা ভেবে কাজ করে যাচ্ছে গ্লো অ্যান্ড লাভলি’। 

ভিন্নধর্মী অ্যারেঞ্জমেন্ট এবং ইভেন্ট প্ল্যান অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। গ্লো অ্যান্ড লাভলির সাদা ও পিংক রঙের থিমের আবহ ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। ট্রেন্ডসেটার ইনফ্লুয়েন্সাররা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর এবং সারাহ আলমের উপস্থাপনায় এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরামের মোড়ক উন্মোচনের এ ইভেন্টের ছবি, ভিডিও ক্লিপস তৈরি করতে শুরু থেকে আমন্ত্রিত ছিলেন সবার পরিচিত স্পেস মিডিয়া প্রোডাকশন থেকে সাইফ এবং টিম। 

সবশেষে সাবিলা নূর ইউনিলিভার বাংলাদেশকে ধন্যবাদ জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Read Entire Article