সাতক্ষীরার তালায় অতিরিক্ত অ্যালকোহল (মদ) পান করায় হাফিজুর নামের একজনের মৃত্যু হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি মারা যান।
তবে মৃত হাফিজুরের স্ত্রীর দাবি তার স্বামীকে মদের সঙ্গে বিষাক্ত কেমিক্যাল খাইয়ে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে স্থানীয় দুব্যক্তি।
হাফিজুর রহমান কুষ্টিয়া জেলার জগিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিবাহের সুবাদে তালা উপজেলার খলিলনগর এলাকায় বসবাস করে আসছিলেন।
হাফিজুর রহমানের স্ত্রী ফরিদা বেগম জানান, ছাগল ক্রয়ের জন্য বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ৭০ হাজার টাকা লোন তুলে নিয়ে আসে হাফিজুর। সেখান থেকে ১০ হাজার টাকা খরচ করে। সন্ধ্যায় মিন্টু ও মহিদুলের ফোন পেয়ে ৬০ হাজার টাকা নিয়ে তালা মাছ বাজারে তাদের দেখা করতে আসে। রাত ১২টার দিকে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে তখন তার কাছে ওষুধ কেনার মতো টাকাও ছিল না।
তার স্ত্রী আরও জানায়, শুক্রবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে সকাল ৮টার দিকে তালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী মারা যান।
তালা থানার এসআই গোলাম আজম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।