সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকা ডুবে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ধারাম হাওর থেকে শামসুদ্দিন (৬০) ও নুসরাতের (৭) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত শামসুদ্দিন উপজেলার সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। নিহত শিশু নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
এর আগে শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরে কনে দেখতে যাচ্ছিলেন ৭ জন। যাত্রাপথে ধারাম হাওরে পৌঁছালে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে তাদের ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় চালকসহ ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন শামসুদ্দিন ও নুসরাত।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং পরে বিকেলে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। রোববার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল, যা শেষ পর্যন্ত সফল হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার হাওরের দুটি পৃথক স্থান থেকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’