কন্টেইনারে ছিদ্র, তেল নিতে কাড়াকাড়ি

2 hours ago 3
চট্টগ্রাম বন্দর এলাকায় ভোজ্যতেলবাহী একটি কন্টেইনার ছিদ্র হয়ে শত শত লিটার তেল রাস্তায় গড়িয়ে পড়েছে। এসব তেল বদনা, বালতি, জগসহ যে যা পেরেছে নিয়ে এসে সংগ্রহ করে। এতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের এমপিবি ৫ নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শীরা জানান, কন্টেইনার পরিবহনকারী গাড়িটি বন্দরের ভেতরে দুর্ঘটনায় পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে গাড়িটি বাইরে বের করে দেওয়া হয়। এদিকে কন্টেইনার থেকে তেল পড়তে শুরু করলে আশপাশের শত শত মানুষ বদনা, বালতি, জগসহ যে যা পেরেছে নিয়ে এসে তেল সংগ্রহ করতে থাকে। ফলে মুহূর্তেই রাস্তায় ভিড় জমে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।   জানা যায়, তেল পড়ে রাস্তাটি অস্বাভাবিকভাবে পিচ্ছিল হয়ে যায়। এতে করে দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। দমকল বাহিনীও ঘটনাস্থলে এসে রাস্তায় পানি ছিটানোর মাধ্যমে তেলের প্রলেপ ধুয়ে ফেলার উদ্যোগ নেয়। তবে তেল সংগ্রহে ব্যস্ত জনতার কারণে দীর্ঘ সময় বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।  চট্টগ্রাম বন্দর থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। তেলের কারণে সড়কে দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। গাড়িটিকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।
Read Entire Article