কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

2 days ago 11

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে দলের সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম আমিনের সঙ্গে সব রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেএইচ/ইএ

Read Entire Article