কবে আসছে অজয়-রাকুলের ‘দে দে পেয়ার দে-২’

3 weeks ago 18

অজয় দেবগণ ও রাকুলপ্রীত সিং অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দে দে পেয়ার দে’ এর সিক্যুয়েল ‘দে দে পেয়ার দে-২’ ২০২৫ সালের ১৪ নভেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিনেমার প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস ও টি-সিরিজ ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। খবর : বলিউড হাঙ্গামা

আকিব আলী পরিচালিত এই সিনেমায় অজয় দেবগণ ও রাকুলপ্রীত সিংয়ের সঙ্গে আরও অভিনয় করছেন টাবু, আর মাধবন, জিমি শেরগিলসহ আরও অনেক তারকা।

নতুন সিক্যুয়েলে আর মাধবন একটি উত্তেজনাপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন, যা মূল সিনেমার হৃদয়গ্রাহী কাহিনিতে একটি বড় মোড় আনবে এবং দর্শকদের আবেগময় যাত্রার অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

সিনেমাটির পাঞ্জাব, মুম্বাই এবং লন্ডনে শুটিং করা হচ্ছে। ‘দে দে পেয়ার দে’ সিনেমার আগের পর্বে টাবু অজয় দেবগণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। তবে জানা গেছে, নতুন সিক্যুয়েলে আর মাধবন একজন স্টাইলিশ পিতার চরিত্রে অভিনয় করবেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।

এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা, যেখানে আধুনিক সম্পর্কের ডাইনামিক্স বিষয়টি তুলে ধরা হয়েছে।

Read Entire Article