কবে আসছে আইসিসির প্রতিনিধি দল, সর্বশেষ যা জানা গেল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারত যেতে আপত্তি এবং ভেন্যু স্থানান্তরের বিষয়ে আলাপ করবে বিসিবি এবং আইসিসির প্রতিনিধি দল। এই বৈঠকেও বিসিবি আগের অবস্থানেই থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ইফতেখার রহমান মিঠু। শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএলের ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মিঠু। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কাল আসছে (আইসিসির প্রতিনিধি দল)। পুরো প্রোগ্রামটার বিষয়ে সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) জানেন। সভাপতি, সহ-সভাপতিরা বসবেন (প্রতিনিধি দলের সঙ্গে)। আশা করছি একটা ভালো ফলাফলের।' বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের পুরো প্রক্রিয়া নিয়ে মিঠু বলেন, ‘প্রথমে আমরা একটা মেইল দিয়েছি, তারা উত্তর দিয়েছে। আমরা আবার মেইল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে। মিটিংয়ের পর এখন তারা বলছে সামনাসামনি বসে সমাধান করতে চায়। আমাদের অবস্থান একটাই, আমরা আগের অবস্থান থেকে সরিনি। দেখা যাক, কাল কী ফলাফল আসে। আমরাও চাই খেলাটা হোক।’ তবে নিজেদের অবস্থান থেকে বিসিবি একটুও সরবে না বলে জানিয়

কবে আসছে আইসিসির প্রতিনিধি দল, সর্বশেষ যা জানা গেল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারত যেতে আপত্তি এবং ভেন্যু স্থানান্তরের বিষয়ে আলাপ করবে বিসিবি এবং আইসিসির প্রতিনিধি দল। এই বৈঠকেও বিসিবি আগের অবস্থানেই থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ইফতেখার রহমান মিঠু।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএলের ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মিঠু। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কাল আসছে (আইসিসির প্রতিনিধি দল)। পুরো প্রোগ্রামটার বিষয়ে সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) জানেন। সভাপতি, সহ-সভাপতিরা বসবেন (প্রতিনিধি দলের সঙ্গে)। আশা করছি একটা ভালো ফলাফলের।'
 
বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের পুরো প্রক্রিয়া নিয়ে মিঠু বলেন, ‘প্রথমে আমরা একটা মেইল দিয়েছি, তারা উত্তর দিয়েছে। আমরা আবার মেইল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে। মিটিংয়ের পর এখন তারা বলছে সামনাসামনি বসে সমাধান করতে চায়। আমাদের অবস্থান একটাই, আমরা আগের অবস্থান থেকে সরিনি। দেখা যাক, কাল কী ফলাফল আসে। আমরাও চাই খেলাটা হোক।’
 
তবে নিজেদের অবস্থান থেকে বিসিবি একটুও সরবে না বলে জানিয়ে মিঠু বলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও হয়তো হবে (আইসিসির প্রতিনিধি দলের)। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমাদের বোর্ড, সরকার- সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়। বিষয়টি তো এখনও এক জায়গায়ই দাঁড়িয়ে আছে, এটা ইতিবাচক যে তারা আসছেন এটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য।’
 
এর আগে আইপিএলের নিলামে বিক্রি হওয়ার পরেও ভারতের উগ্রবাদীদের কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। এরপর নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বিসিবি। তারা বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। বিসিবির সঙ্গে আইসিসির এই বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow