কবে মাঠে ফিরবেন এমবাপে, জানালেন রিয়াল কোচ

2 months ago 7

কিলিয়ান এমবাপের পেটের পীড়া (গ্যাস্ট্রোএনটেরাইটিস) এতটাই তিব্র ছিল যে, তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়পত্র পান ফরাসি বিশ্বকাপজয়ী তারকা।

এখন এমবাপের মাঠে ফেরার অপেক্ষা রিয়াল মাদ্রিদ ভক্তদের। রিয়ালের কোচ জাবি আলোনসো জানিয়েছেন, এমবাপে অনেকটাই ভালো অবস্থায় ফিরেছেন। ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরবি সালজবুর্গের বিপক্ষে ফরাসি তারকা ফরোয়ার্ডকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ক্লাব।

অসুস্থতার কারণে গেল বুধবার আল হিলালের বিপক্ষে রিয়ালের প্রথম গ্রুপ-এইচ ম্যাচে খেলতে পারেননি এমবাপে। ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

আজ রোববার রাত ১টায় ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাচুকার মুখোমুখি হবে রিয়াল। কিন্তু তারকা ফরোয়ার্ড এমবাপে দলের সঙ্গে নর্থ ক্যারোলাইনায় ভ্রমণ করেননি। ফ্লোরিডার পাম বিচে দলের প্রশিক্ষণ ক্যাম্পেই অবস্থান করছেন।

এমবাপের মাঠে ফেরা নিয়ে শনিবার সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘সে (এমবাপে) আগের চেয়ে ভালো। দুই দিন আগে সে হাসপাতাল থেকে ফিরেছে। প্রতিদিন আমরা আরও আশাবাদী হচ্ছি যে, সালজবুর্গের বিপক্ষে শেষ ম্যাচে তাকে দলে পাবো।’

এমবাপের অনুপস্থিতিতে ২১ বছর বয়সী গনসালো গার্সিয়া আল হিলালের বিপক্ষে ম্যাচ শুরু করেন এবং ৩৪ মিনিটে রিয়ালের হয়ে গোল করেন।

রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে এসেছে এক হতাশাজনক মৌসুম কাটিয়ে। কেননা সর্বশেষ মৌসুমে তারা কোনো বড় ট্রফি জিততে পারেনি।

কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব গ্রহণের পর রিয়ালের নতুন কোচ হয়েছেন আলোনসো। আল হিলালের বিপক্ষে ম্যাচটি ছিল রিয়ালের ডাগআউটে তার প্রথম ম্যাচ।

এমএইচ/জেআইএম

Read Entire Article