শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানোর প্রয়োজনীয়তা তো সবারই জানা। জটমুক্ত চুল পেতে গেলে চুলে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হয়। আমাদের চারপাশে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা দিয়ে সহজেই বাড়িতে চুলের জন্য কন্ডিশনার তৈরি করা যায়। যা ব্যবহারে চুলের ক্ষতি হওয়ার ভয় নেই। এছাড়া অতিরিক্ত টাকা খরচ হওয়ার চিন্তাও করতে হবে না।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে বসে কীভাবে প্রাকৃতিক কন্ডিশনার বানাবেন-
কন্ডিশনার বানাতে যা লাগবে
১) অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ
২) আমলকি গুঁড়া ১ টেবিল চামচ
৩) জবাফুলের গুঁড়া ১ টেবিল চামচ
৪) মেথিবাটা ১ টেবিল চামচ
৫) নারকেলের দুধ ২ টেবিল চামচ
তৈরি করবেন যেভাবে
ব্লেন্ডারে সব উপকরণ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর মিশ্রণটি ছেঁকে পরিষ্কার কাঁচের বায়ুরোধী পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিন। এটি প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
ব্যবহার করবেন যেভাবে
শ্যাম্পু করার পর ভেজা চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার মেখে নিন। ৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই কন্ডিশনার একেবারেই নিরাপদ। বাজারের রাসায়নিক কন্ডিশনার স্ক্যাল্পে মাখা যায় না। চুলের জন্য ভালো হলেও মাথার ত্বকের জন্য ক্ষতিকর। তবে ভেষজ বা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কন্ডিশনার মাথার ত্বকে মাখলেও সমস্যা নেই।
এসএকেওয়াই/এএমপি/এএসএম