২০০৩ সালের জানুয়ারির কথা। দক্ষিণ আফ্রিকা প্রথমবার যখন পাকিস্তানের বিপক্ষে কেপটাউনের নিউল্যান্ডসে টেস্ট খেলেছিল, তখন জন্মই হয়নি কোয়েনা মাফাকার।
শুক্রবার তিনি এই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলবেন মাত্র ১৮ বছর ২৭০ দিন বয়সে। এতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম বয়সী টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড গড়বেন এই পেসার।
মাফাকা ইতিমধ্যে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, তবে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র তিনটি। টিএনএজার এই পেসারের টেস্ট অভিষেক হবে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানার ঠিক ১১ দিন আগে।
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে তারা। ফলে সিরিজের দ্বিতীয় ও টেস্টটি তাদের জন্য ততটা গুরুত্ববহ নয়।
মাফাকা তার প্রথম ম্যাচটি চাপমুক্ত থেকে উপভোগ করতে পারবেন বলেই আশা করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
এমএমআর/এমএস