সারাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ২২ ধরনের ওষুধ সম্বলিত ৪৯ হাজার ২৫৬ কার্টন ওষুধ সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১১৯ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৯৩৬ টাকা।
মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমিউনিটি ক্লিনিকের জন্য ২২ ধরনের ওষুধ সম্বলিত ৪৯ হাজার ২৫৬ কার্টন ওষুধ কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বাজেটের আওতায় ১৪ হাজার ৩৬৪টি কমিউনিটি ক্লিনিকের জন্য সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কাছে দরপ্রস্তাব পাঠানোর অনুরোধ করা হলে দরপ্রস্তাব দাখিল করে। টিইসি কর্তৃক এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে ওষুধের মূল্য নির্ধারণ করে ২২ প্রকার ওষুধ সম্বলিত প্রতি কার্টন ওষুধ ২৪ হাজার ২৮০ টাকা ৮৯ পয়সা হিসাবে ৪৯ হাজার ২৫৬ কার্টন ওষুধ মোট ১১৯ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৯৩৬ টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০৪ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
জানা গেছে, প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে চারটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সকল প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মো. মঈনউদ্দিন (বাঁশি) লিমিটেডের কাছ থেকে ১০১ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৯৭২ টাকায় এই পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘রংপুর জেলায় ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরষদ কমিটি।
জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের এ সংক্রান্ত একটি প্রকল্পের আওতায় ‘রংপুর জেলায় ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ছয়টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে চারটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সকল প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ১৮৪ কোটি টাকায় এই পূর্ত কাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএএস/বিএ/এএসএম