কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক রহমান

2 months ago 19

২৬ লাখ টাকা কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় এ মামলা দায়ের করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ১০ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী মো. জাকির হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, আজ (বুধবার) এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করে বিচারক তারেক রহমানকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। 

মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৮ জুলাই ঢাকার কর অঞ্চল-৬ এর উপ কর-কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে বলা তারেক রহমান ২০০২ সাল থেকে ২০০৬ সালের অর্থবছরে বিভিন্ন খাত থেকে এক কোটি সাত ৪৭ হাজার টাকা আয় করেন। তবে তিনি আয়কর বাবদ ২৬ লাখ ৮৬ হাজার টাকা কর ফাঁকি দেন।

Read Entire Article