করাইল বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ ৯ মাদক কারবারি গ্রেফতার

2 months ago 34

রাজধানীর করাইল বস্তিতে অভিযান চালিয়ে ৯ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

সোমবার (১৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সোমবার সেনা বাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করাইল বস্তি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৯ শীর্ষ ও মামলাভুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

jagonews24

এ সময় তল্লাশি চালিয়ে হেরোইন ও মাদক কারাবারিদের অবৈধ অর্থ উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার মাদকদ্রব্য ও অবৈধ অর্থসহ গ্রেফতারদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা বাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর। 

টিটি/ইএ

Read Entire Article