করাচি কারাগার থেকে পালিয়েছে দুই শতাধিক বন্দি

3 months ago 10

পাকিস্তানের করাচি কারাগার থেকে দুই শতাধিক বন্দি পালিয়েছে। ভূমিকম্পজনিত কারণে সরিয়ে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে। মঙ্গলবার (৩ জুন) ভোরে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পালানোর সময় অন্তত একজন বন্দি নিহত হয়েছেন এবং কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

এ পর্যন্ত প্রায় ৮০ জন বন্দিকে পুনরায় গ্রেফতার করা গেলেও এখনো ১৩০ জনের বেশি বন্দি পলাতক রয়েছেন। নিরাপত্তা বাহিনী এই বন্দিদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান জোরদার করেছে।

জেল সুপারিনটেনডেন্ট আরশাদ শাহ জানিয়েছেন, জেলের ৪ ও ৫ নম্বর সার্কেলের বন্দিদের কম্পনের সময় নিরাপত্তার জন্য ব্যারাকের বাইরে নেওয়া হয়েছিল। সেই সময়ে ছয়শ জনের বেশি বন্দি ছিল সেলের বাইরে। বিশৃঙ্খলার মধ্যে ২১৩ জন পালিয়ে যায়।

সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, সরিয়ে নেওয়ার সময় সাতশ থেকে এক হাজার বন্দি প্রধান ফটকের কাছে জড়ো হয়েছিল। তাদের মধ্য থেকে প্রায় ১০০ জন প্রধান ফটক ভেঙে পালিয়ে যায়। এরমধ্যে ৪৬ জনকে ধরা হয়েছে।

তিনি আরও জানান, সব পলাতক বন্দির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের বাসা ও আশপাশের এলাকায় টার্গেটেড অভিযান চালানো হচ্ছে। এ ছাড়াও তিনি জানান, প্রাদেশিক মুখ্যমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়েছে এবং তার নির্দেশে তিনি কারাগার পরিদর্শন করেন।

লাঞ্জার শুরুতে ছড়িয়ে পড়া দেওয়াল ধসের গুজব নাকচ করে বলেন, পালিয়ে যাওয়া হয়েছে মূল ফটক দিয়ে, কোনো কাঠামোগত ক্ষতির কারণে নয়। জেল কর্মীদের গাফিলতির সম্ভাবনার কথাও উল্লেখ করে তিনি বলেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিন্ধুর পুলিশ মহাপরিদর্শক (আইজি) গুলাম নবী মেমন জেল পরিদর্শন করে জানান, মালির কারাগারে মাদক সংশ্লিষ্ট মামলার আসামিদের সংখ্যা বেশি, যাদের মধ্যে অনেকেই মানসিকভাবে অস্থিতিশীল। ফলে তাদের চিহ্নিত ও পুনরায় গ্রেপ্তার করা তুলনামূলকভাবে সহজ হবে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

Read Entire Article