করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫

3 months ago 77

দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩১ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এসময়ে একজনের মৃত্যুর তথ্য জানা গেছে।

সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৩১টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ১১ জন চট্টগ্রাম বিভাগের, রাজশাহী বিভাগের নয়জন, ঢাকা মহানগরে চারজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ২৮৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন পাঁচজন।

এসইউজে/এমএএইচ/এমএস

Read Entire Article