করোনার টিকাকে প্রাণঘাতী বলা কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী করছেন ট্রাম্প

2 weeks ago 10

করোনার টিকাকে প্রাণঘাতী হিসেবে আখ্যা দেওয়া রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (১৫ নভেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

কেনেডি জুনিয়র টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত। ফলে তাকে স্বাস্থ্যমন্ত্রী করায় বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়তে পারেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি তাকে স্বাস্থ্যমন্ত্রী করার ঘোষণা করেছেন। 

শিশুদের টিকা দেওয়ার বিরোধী ছিলেন কেনেডি। তার দাবি, টিকার কারণে  শিশুরা প্রতিবন্ধী হয়ে থাকে। তবে এর পেছনে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। করোনার টিকাকে প্রাণঘাতী বলেও উল্লেখ করেছিলেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় বলেন, কেনেডির নাম ঘোষণা করে তিনি পুলকিত। 

মার্কিন খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সদস্য কেনেডি জুনিয়র। তিনি আরএফকে জুনিয়র নামে পরিচিত। পরিবেশের সুরক্ষায় তিনি দীর্ঘদিন সোচ্চার ছিলেন। এ ছাড়া এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতাপ্রত্যাশী ছিলেন। পরে ট্রাম্পকে স্বীকৃতি দিয়ে তিনি সরে দাঁড়ান। 

ট্রাম্প বলেন, স্বাস্থ্য সুরক্ষায় পরিবর্তন আসার ক্ষেত্রে কেনেডি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। কেনেডি বলেন, মার্কিন নাগরিকদের খাওয়াদাওয়া, শরীরচর্চা ও ওষুধ ব্যবহারে পরিবর্তন আনা প্রয়োজন। 

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলে স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন কেনেডি। বর্তমানে মার্কিন সিনেট ট্রাম্পের তল রিপাবলিকান পার্টির দখলে রয়েছে। বর্তমানে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট দুই লাখ কোটি ডলার। 

Read Entire Article