জমি দখল নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত

6 hours ago 4
রাজশাহীর দুর্গাপুরে জমি দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় শিশুসহ উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।  এ ঘটনায় মামলা না হলেও তাৎক্ষণিক আটজনকে আটক করেছে পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের তিউরকুড়ি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি একই ঘটনায় উভয়পক্ষের সংঘর্ষ বাধলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনায় আদালতে মামলা করা হয়। সংঘর্ষে আহতরা হলো- একই গ্রামের পচা মণ্ডলের ছেলে আ. জব্বার, আলম, জেহেরের ছেলে সাইদুর রহমান, আতাউর রহমানের ছেলে জিন্নাত, আকবর আলীর মেয়ে জেসমিন, আবুল কালাম ও তার ছেলে সাকিব, মৃত আ. সামাদের স্ত্রী রজুফা বেগম, ফয়েজ উদ্দিনের ছেলে মামুন, ফয়েজ উদ্দিনের মেয়ে জায়েদা, হাফিজুরের স্ত্রী জাহানারা, মুনছুরের ছেলে সাইনুল, ইয়াদ আলীর ছেলে সাইদুর ও ইসলামের স্ত্রী রাজিয়া। আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   ঘটনাস্থল পরিদর্শন করে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার কালবেলাকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরই মধ্যে থানা পুলিশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Read Entire Article