কর্ণফুলী টানেলে ফের ৩ দিনের ট্র্যাফিক ডাইভারশন

2 hours ago 3

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টা থেকে আগামী ৩০ আগস্ট তিন দিন নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে কর্ণফুলী টানেলের ভেতরের দুই টিউবে। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা টু আনোয়ারা’ টিউব থেকে ট্র্যাফিক ডাইভারশন করে ‘আনোয়ারা টু পতেঙ্গা’ টিউবের মাধ্যমে যানচলাচল করবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ (জেট ফ্যান পরিষ্কার, রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিং) কাজের জন্য ২৮, ২৯ ও ৩০ আগস্ট রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবের ট্র্যাফিক ডাইভারশন করা হবে। এ সময় যানচলাচল নিয়ন্ত্রিতভাবে ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে পরিচালিত হবে। বিদ্যমান ট্রাফিকের চাপ অনুযায়ী, টানেলের উভয় পাশে যাত্রীদের ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

Read Entire Article