ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটে শুক্রবার টি-৪০ এবং টি-২০ ফরমেটে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টি-৪০ ম্যাচে সিপিপি’র বিপক্ষে ৫ উইকেটে জিতেছে অল-স্টার। টি-২০ ম্যাচে বিমান বাহিনীকে ২৮ রানে হারিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
টি-৪০ ম্যাচে বিকেএসপিতে টস জিতে প্রতিপক্ষ সিপিপি দলকে ব্যাটিংয়ে পাঠায় অল-স্টার। সাঈদুল ইসলাম তূর্য এবং জাহিদুর রহমান পলাশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৮০ রান সংগ্রহ করে সিপিপি। জয়রাম সাউ সর্বোচ্চ ৪৭ রান করেন। রাহাত বিন রহমানের ব্যাট থেকে এসেছে ৩২ রানের ইনিংস। সাঈদুল ইসলাম তূর্য ২৩ রানে ৪ এবং জাহিদুর রহমান পলাশ ২২ রানে ৩ উইকেট নিয়েছেন। জবাবে তানিম রিজওয়ানের ৬৯ এবং জাহিদুর রহমান পলাশের অপরাজিত ৬৭ রানের ইনিংসে ভর করে ৩২.২ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অল-স্টার। অলরাউন্ড নৈপুণ্যর জন্য ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন জাহিদুর রহমান পলাশ।
পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে টি-২০ ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া ব্র্যাক ব্যাংক মোহাম্মদ সোহান (৩৭), তৌহিদ ইসলাম (৩০) এবং শুভলাব দত্ত চৌধুরীর (২৬) কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। রাজু চৌহানের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রানে থমকে দাঁড়ায় বিমান বাহিনীর ইনিংস। তারিকুল ইসলাম সাগর সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন। রাজু চৌহান ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন।