গ্র্যামি-মনোনীত র্যাপার নিকি মিনাজের বিরুদ্ধে তার সাবেক কর্মচারী ব্র্যান্ডন গ্যারেট মামলা করেছেন। তার অভিযোগ, নিকি মিনাজ তার উপর শারীরিক আক্রমণ চালিয়ে নির্যাতন করেছেন। সেইসঙ্গে মানসিক নির্যাতনের অভিযোগও করেছেন ওই কর্মী। মামলাটি গেল শুক্রবার লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে দাখিল করা হয়।
গ্যারেটের অভিযোগ, মিনাজ তাকে একাধিকবার মারধর করেন। একবার তার মুখেও আঘাত করেছিলেন গায়িকা।
মামলার অভিযোগে বলা হয়েছে, ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২১ এপ্রিলে এক কনসার্ট ট্যুর চলাকালীন। অনেকের সামনে সেদিন গ্যারেটের উপর ক্ষুব্দ হন মিনাজ। তিনি চিৎকার করতে থাকেন এবং তাকে শাসাতে থাকেন। এসময় তিনি, ‘যদি আমার স্বামী এখানে থাকতেন, তিনি তোমার দাঁত ভেঙে ফেলতেন’ হুমকি দিয়ে নিজেই আঘাত করে বসেন।
মামলার অভিযোগে ওই কর্মী উল্লেখ করেন, মিনাজ তার হাত দিয়ে গ্যারেটের মুখে আঘাত করেন। এর ফলে তার মাথা পেছনে ঝুলে যায় এবং তার হ্যাট মাথা থেকে পড়ে যায়। গ্যারেট আরও দাবি করেন, মিনাজ তার ডান কব্জিতেও আঘাত করেন সেদিন।
ঘটনার পর গ্যারেটকে ট্যুরের পরবর্তী গন্তব্য শিকাগোতে যাওয়ার জন্য বাসে উঠেতে দেয়া হয়নি। এরপর গ্যারেট নিরাপত্তার কারণে পুলিশে রিপোর্ট করতে যান। প্রথমে ডিট্রয়েট পুলিশের কাছে পরে শিকাগো পুলিশে অভিযোগ করেন তিনি।
তবে মামলার বিষয়ে নিকি মিনাজের আইনজীবী জুড বারস্টেইন এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এই মামলা পুরোপুরি মিথ্যা এবং অমূলক’। তিন জানান, ‘যেহেতু এখনও মামলার কোনো আনুষ্ঠানিক নোটিশ মিনাজের কাছে পৌঁছায়নি তাই আমরা এ নিয়ে বিস্তারিত বলতে পারছি না। যদি মামলার অভিযোগ সত্যি হয় তবে আমরা নিশ্চিত যে এটি দ্রুত মিনাজের পক্ষে সমাধান হবে।’
গ্যারেট মামলায় ক্ষতিপূরণ এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ দাবি করেছেন।
এই ঘটনায় নিকি মিনাজের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
এলআইএ/জেআইএম