কর্মীকে হাতুড়িপেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

2 months ago 69
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লার বিরুদ্ধে নিজ দলের কর্মীকে হাতুড়িপেটা করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বাচ্চু গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।  এ ব্যাপারে গত বৃহস্পতিবার (১২ জুন) তিনি বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেছেন। আহত নজরুল ইসলাম বাচ্চু নিজেকে পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বলে দাবি করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মজিবর রহমান মোল্লার নেতৃত্বে মোশারফ হোসেন ব্যাপারী, শিখর মোল্লা, রাজীব মোল্লা, আকবর, রানাসহ অন্যান্য আসামি এলাকায় নানা অপকর্ম করে আসছে। সম্প্রতি এসব অপকর্মের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কারণে তারা বাচ্চুর প্রতি ক্ষিপ্ত ছিল।  এর পরিপ্রেক্ষিতে গত ৯ জুন বিকেলে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর মাইটকোড়া গ্রামে একটি গানের অনুষ্ঠানে মজিবর রহমানের নেতৃত্বে বাচ্চুর ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে দেশীয় অস্ত্র, লাঠি ও হাতুড়ি দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন। এক পর্যায়ে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
Read Entire Article