কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত
নিরাপত্তা ও কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই নতুন করে ভিসা জটিলতায় পড়েছেন যুক্তরাষ্ট্রের পেসার আলি খান। ভারতের ভিসার জন্য আবেদন করেও তা পাননি তিনি—বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন এই ফাস্ট বোলার। ৩৫ বছর বয়সী আলি খান পাকিস্তানি বংশোদ্ভূত। ভিসা না পাওয়ার কারণ হিসেবে তার পরিচয়ই বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে তিনি জানান, ভারতে ভ্রমণের অনুমতি মেলেনি। আলি খানের পোস্ট শেয়ার করে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বিষয়ক সাংবাদিক পিটার ডেলা পেনা জানান, একই সমস্যায় পড়েছেন যুক্তরাষ্ট্র দলের আরও তিন ক্রিকেটার—শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন। তাদের সবারই পারিবারিক শিকড় পাকিস্তানে। ডেলা পেনার মতে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই ভিসা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্র দলের সম্ভাবনার ওপর বড় প্রভাব ফেলতে পারে। এখনো বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, এই চার ক্রিকেটারই দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছেন। উল্লেখ্য, আলি খান এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়ে
নিরাপত্তা ও কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই নতুন করে ভিসা জটিলতায় পড়েছেন যুক্তরাষ্ট্রের পেসার আলি খান। ভারতের ভিসার জন্য আবেদন করেও তা পাননি তিনি—বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন এই ফাস্ট বোলার।
৩৫ বছর বয়সী আলি খান পাকিস্তানি বংশোদ্ভূত। ভিসা না পাওয়ার কারণ হিসেবে তার পরিচয়ই বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে তিনি জানান, ভারতে ভ্রমণের অনুমতি মেলেনি।
আলি খানের পোস্ট শেয়ার করে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বিষয়ক সাংবাদিক পিটার ডেলা পেনা জানান, একই সমস্যায় পড়েছেন যুক্তরাষ্ট্র দলের আরও তিন ক্রিকেটার—শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন। তাদের সবারই পারিবারিক শিকড় পাকিস্তানে। ডেলা পেনার মতে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই ভিসা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্র দলের সম্ভাবনার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
এখনো বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, এই চার ক্রিকেটারই দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছেন।
উল্লেখ্য, আলি খান এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়ে ভারতে এসেছিলেন। যদিও সে সময় চোটের কারণে মাঠে নামা হয়নি। এমনকি শাহরুখ খানের মালিকানাধীন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও খেলেছেন তিনি।
পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের জন্য ভারতীয় ভিসা জটিলতা নতুন নয়। অতীতে উসমান খাজা, রেহান আহমেদ ও শোয়েব বশিরের মতো ক্রিকেটারদেরও একই সমস্যায় পড়তে হয়েছিল। সমালোচনার পর তারা শেষ পর্যন্ত ভিসা পেয়ে ভারতে খেলেছেন।
বর্তমানে বিসিসিআই ও আইসিসিকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে যে অস্থিরতা চলছে, তার মধ্যেই এই নতুন ভিসা সংকট বিশ্বকাপের প্রস্তুতিতে আরেক দফা অনিশ্চয়তা তৈরি করল। এখন দেখার বিষয়—স্কোয়াড চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটাররা আদৌ ভিসা পান কি না।
What's Your Reaction?