কলেজ-বোর্ড পরিবর্তনের আবেদন শুরু রোববার, ফি ৭০০ টাকা

2 months ago 38

 

একাদশে ভর্তি শেষ হওয়ার পর প্রতি বছর শিক্ষার্থীদের বড় একটি অংশ নানা কারণে কলেজ ও বোর্ড পরিবর্তন করেন। চলতি বছরও শিক্ষার্থীদের অনেকে কলেজ ও বোর্ড পরিবর্তনের অপেক্ষায় আছেন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠান পরিবর্তন (টিসি) ও বোর্ড পরিবর্তনের (বিটিসি) আবেদন শুরু হচ্ছে রোববার (১৭ নভেম্বর)। এক মাসের মধ্যে অনলাইনে শিক্ষার্থীরা টিসি ও বিটিসির আবেদন করতে পারবেন। আবেদনপর্ব শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান, ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টিসি ও বিটিসির আবেদন করতে পারবে। এজন্য ঢাকা বোর্ড ফি নির্ধারণ করেছে ৭০০ টাকা। স্ব স্ব বোর্ড নির্ধারিত হারে ফি নেবে।

চলতি বছর ১৬ লাখ ৭২ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাদের মধ্য থেকে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদরাসায় ভর্তির আবেদন করে নির্বাচিত হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়াদের সংখ্যা এ পরিসংখ্যানের বাইরে।

দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণির মোট আসন ২৬ লাখের বেশি। ফলে শিক্ষার্থী ভর্তির পরও ১৩ লাখের বেশি আসন ফাঁকা ছিল। ওই আসনগুলোতে টিসি নিয়ে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা।

আবেদন করবেন যেভাবে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজে ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে অনলাইন টিসি ও বিটিসির আবেদন করতে হবে। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের প্রয়োজন নেই।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, নির্দেশিকা অনুসরণ করে শিক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে টিসির আবেদন করতে হবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ইটিসি অংশ থেকে তাদের আবেদন করতে হবে। ওয়েবসাইটের ফরমেটে যে তথ্যগুলো চাওয়া হবে, সেগুলো অন্তর্ভুক্ত করে তা সাবমিট দিতে হবে। পরে নির্ধারিত পদ্ধতিতে ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

এএএইচ/এমএএইচ/

Read Entire Article