নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’ প্রদর্শনের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।
এ ঘটনার পর বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে লোহাগড়া উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয় জানতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনাকে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ বলেন, ঘটনার পরপর ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটির অপারেটর দুজনকে ডাকা হয়েছে। তদন্ত করে এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।