কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

1 month ago 20

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলের এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

আহতরা হলেন, নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। তাদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠক হয়েছে। এই ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম

Read Entire Article