কাঁচা পেঁপে খেলে যা হয়

6 hours ago 7

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজমশক্তি ভালো রাখতে কাঁচা পেঁপে খুবই উপকারী। এটি শরীরের ভেতর থেকে স্বাভাবিকভাবে পরিষ্কার রাখতেও সাহায্য করে। এই কারণে পেঁপেকে অনেকেই ‘সুপারফুড’ বলে অভিহিত করেন। এছাড়া পুষ্টিবিদরাও নিয়মিত ডায়েটে পেঁপে রাখার পরামর্শ দেন।

কাঁচা সবুজ পেঁপেতে নানা প্রাকৃতিক এনজাইম থাকে। এর মধ্যে বিশেষ দুটি হলো সাইমোপ্যাপিন এবং প্যাপিন, যা প্রোটিন, চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে। সেদ্ধ করে নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য, গ্যাসসহ নানা হজমজনিত সমস্যা দূর হয়।
পেঁপেতে ফাইবার ও ক্যালোরি বেশি থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে ক্ষুধা কমে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। তাই যারা ওজন কমাতে চান, তারা তাদের ডায়েটে কাঁচা পেঁপে রাখতে পারেন।

নিউট্রিশন নামের ব্রিটিশ জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কাঁচা পেঁপেতে প্রচুর ক্যারটিনয়েড থাকে, যা গাজর বা টমেটোর চেয়ে বেশি। মানুষের শরীরে এই ক্যারটিনয়েড দ্রুত কাজ করে, তাই পেঁপে স্বাস্থ্য ভালো রাখতে খুবই উপকারী।

আসুন জেনে নেওয়া যাক কাঁচা পেঁপে খেলে কী কী উপকার পাওয়া যাবে-

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে
কাঁচা পেঁপে ডায়াবেটিস রোগীদের জন্যও বেশ উপকারী। এতে থাকা প্রাকৃতিক উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত খেলে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, ফলে রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে।

কাঁচা পেঁপে খেলে যা হয়

২. হৃদরোগ প্রতিরোধে
কাঁচা পেঁপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে। ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায়।

৩. ত্বক ও চুলের যত্নে
কাঁচা পেঁপেতে থাকা ভিটামিনিএ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করতে এবং মুখের বলিরেখা কমাতে সাহায্য করে। এটি ত্বক মসৃণ করে এবং চুলকে মজবুত রাখে। মুখে পেঁপের পেস্ট লাগালে ব্রণ ও দাগ কমে যায়।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কাঁচা পেঁপে ভিটামিন সি-এর বেশ ভালো উৎস, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত এটি খেলে সর্দি-কাশির মতো সাধারণ সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। শুধু ভিটামিন সি নয়, এতে থাকা নানা ধরনের পুষ্টিগুণ শরীরের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় রাখে এবং সার্বিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে।

৫. ক্যানসার প্রতিরোধে
কাঁচা পেঁপেতে আইসোসায়ানেট এবং ফ্ল্যাভোনয়েড মতো প্রাকৃতিক যৌগ থাকে, যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করতে পারে। বিশেষ করে কোলন, প্রোস্টেট এবং ফুসফুসের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

সূত্র: হেলথলাইন, এনডিটিভি,টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
যে খাবারে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে
শীতের যেসব সবজি নিশ্চিন্তে খাবেন ডায়াবেটিস রোগীরা

এসএকেওয়াই/জেআইএম

Read Entire Article