বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহির পরনে কালো পোশাক। চোখে রোদচশমা। কিন্তু তাতেও আড়াল হচ্ছে না চোখের জল। রোববার (৬ জুলাই) মুম্বাই বিমানবন্দরে কাঁদতে দেখা গেছে নোরাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। কিন্তু কেন কাঁদছেন তিনি- তা এখনো জানা যায়নি।
নোরা ফাতেহি রোববার মুম্বাই বিমানবন্দরে যান। পরনে কালো জ্যাকেট, কালো প্যান্ট। চোখে কালো রোদচশমা। গাড়ি থেকে নেমেই বিমানবন্দরের ভেতরে এগিয়ে যান এ অভিনেত্রী। সঙ্গে ছিলেন দেহরক্ষীরা। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে দেখে ছুটে যান ফটো সাংবাদিক ও অনুরাগীরা।
আরও পড়ুন:
স্বাভাবিকভাবেই অভিনেত্রীর ছবি তোলার চেষ্টা করেন সবাই। কিন্তু দেহরক্ষী তাদের সরিয়ে দেন। অত্যন্ত দ্রুতগতিতে ভিতরে চলে যান নোরা। সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ে নোরার চোখের জল। রোদচশমাও আড়াল করতে পারেনি সেই জল।
কিন্তু কেন কাঁদলেন নোরা? এ প্রশ্ন এখন সবার মনে। এই ঘটনার কিছুক্ষণ আগেই নোরা তার ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’ এ লেখা দেখে মনে করা হচ্ছে প্রিয়জনকে হারিয়েছেন তিনি। আর সেই কারণেই কাঁদছেন নোরা।
এমএমএফ/এমএস