কাকরাইলে বাসচাপায় দোকান কর্মচারী নিহত

2 hours ago 4

রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় এলাকায় ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় বাবুল ঘোষ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় ইলেকট্রনিক দোকানের কর্মচারী ছিলেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টা দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

বাবুল ঘোষকে হাসপাতালে নেওয়া পথচারী মো. ফিরোজ জানান, কাকরাইল মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ভিক্টর পরিবহনের বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল ঘোষ রাজধানীর কোতোয়ালি থানাধীন তাঁতীবাজার গোয়ালনগর এলাকার লক্ষ্মণ ঘোষের সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানায় জানানো হয়েছে। এ ঘটনায় বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

Read Entire Article