কাজ শেষ হওয়ার আগেই সড়ক বিলীন

1 month ago 20

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমার নদের পাড় দিয়ে সাড়ে ৬০০ মিটার সড়ক নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। ২০২২ সালে কাজটি শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদার মাত্র ৩৫০ মিটার সড়ক নির্মাণ করে কাজটি বন্ধ করে দেন। এখন সেই ৩৫০ মিটার নির্মিত সড়কও ভেঙে বিলীন হয়ে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সড়কটি দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এমনকি পায়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা বেহাল হলেও সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে না। আবার কাজটি শেষ করার আলামতও দেখা যাচ্ছে না। ফলে চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল দশা যেন প্রত্যন্ত অঞ্চলেও মেলা দায়। দীর্ঘদিন ধরে সড়ক খানাখন্দে ভরে গেলেও বর্তমানে তা হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন পথচারীরা। কোনো জরুরি অবস্থায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশের সুযোগ নেই এ সড়ক দিয়ে।

স্থানীয় বাসিন্দা ও স্কুলশিক্ষক এহসানুল হক বলেন, দুঃখজনক বিষয় হলো প্রায় তিন বছর আগে এখানে প্রায় সাড়ে ৬শ মিটার রাস্তার টেন্ডার হয়েছিল। জুঙ্গুরদী খাদ্যগুদাম থেকে কুমার নদের পাশ দিয়ে জুঙ্গুরদী খালপাড় পর্যন্ত আরসিসি রাস্তার টেন্ডার হয়। ২০২১ সালের ৩ মার্চ থেকে ২০২২ সালের ২৩ জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা থাকলেও পুরো কাজ শেষ হয়নি। নির্মিত ৩৫০ মিটার সড়ক ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। ফলে চরম দুর্ভোগ-ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।

কাজ শেষ হওয়ার আগেই সড়ক বিলীন

এ ব্যাপারে পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবলু মাতুব্বর বলেন, আমি কাজটি করানোর জন্য অনেক চেষ্টা করেছি। কাজে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়দের বাড়াবাড়ির কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহ্ বলেন, প্রায় সাড়ে ৬শ মিটার সড়কের মধ্যে ৩শ মিটারের মতো কাজ করেছি। পৌরসভা থেকে বিল না দেওয়ায় এবং স্থানীয়রা বার বার কাজ বন্ধ করে দেওয়ায় কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। এটা আমার নিজ এলাকা, আমারও একটা আবেগ ছিল, আমি লাভ ক্ষতি হিসাব করিনি। কাজটি ভালোভাবেই করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এতে আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি এবং স্থানীয়দের দুর্ভোগও বেড়েছে।

বাকি কাজ শেষ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বকেয়া পরিশোধ করলে আমি পিডির (প্রজেক্ট ডিরেক্টর) সঙ্গে যোগাযোগ করে দেখবো। যদি সম্ভব হয় তাহলে কাজটি করে দেবো। যেহেতু দু’বছর আগে টেন্ডারের মেয়াদ শেষ হয়েছে কাজেই আমি চেষ্টা করবো কাজটি করার কিন্তু নিশ্চিত বলতে পারছি না।

কাজ শেষ হওয়ার আগেই সড়ক বিলীন

নগরকান্দা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এসএম লুৎফর রহমান রানা বলেন, এ বিষয়ে ঠিকাদারকে একটি চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি যদি কাজটি করেন তাকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। না করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, ঠিকাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজে অনিয়ম করেছিল, তাই তার কাজের বিল বন্ধ করা হয়েছিল। তবে যতটুকু কাজ করেছে তার সমপরিমাণ বিল পরিশোধ করা হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ্ বলেন, এ বিষয়ে খুব শিগগিরই ঠিকাদারকে একটি চিঠি পাঠানো হবে। তিনি কেন কাজটি করেননি তা জানতে চাওয়া হবে। তিনি কাজটি না করলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/এফএ/এমএস

Read Entire Article