কাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় এসআই নিহত

3 months ago 52

রাজধানীর খিলক্ষেতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় মো. সুমন খান নামের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

রোববার (১৮ মে) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুমন খান উত্তরখান থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুমন খানের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেন মর্গে রয়েছে।

এমআরএম/জেআইএম

Read Entire Article