রাজধানীর পল্লবীতে কাজের কথা বলে বাসায় ডেকে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর (২৪) ও তার সহযোগী ফজলে রাব্বিকে (২১) আটক করেছে পল্লবী থানা পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) সকালে পল্লবীর মাদরাসা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী কিশোরী জানায়, সে বাসাবাড়িতে কাজ করে। সকাল ১০টায় কাজ শেষে বাসায় ফেরার পথে এক যুবক কাজের কথা বলে তাকে বাসায় ডেকে নেয়। ওই যুবক আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করে বলে নিজেকে পরিচয় দেয়। বাসায় নিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। অচেতন অবস্থায় তাকে প্রথমে মিরপুরের একটি হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা ঢামেকে নিয়ে যায় এবং পল্লবী থানা পুলিশকে ঘটনাটি জানায়।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে অভিযুক্ত সাগর ও তার সহযোগী ফজলে রাব্বিকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস